কীওয়ার্ড কি কীওয়ার্ড কত প্রকার এবং কীওয়াডের সংজ্ঞা কি

কীওয়ার্ড কি?কীওয়ার্ড কত প্রকার এবং কীওয়াডের সংজ্ঞা কি? কীওয়ার্ড হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছেকে বুঝায় যা কোনো অজানা বিষয় নিয়ে জানার চেষ্টা করি। বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করার জন্য ব্যবহৃত হয়। এটি সার্চ ইঞ্জিনে কোনো তথ্য বা ইনফরমেশন খুজে থাকি। কীওয়ার্ড দুই প্রকারের হতে পারে। সংক্ষিপ্ত কীওয়ার্ড এবং লং কীওযার্ড । সংক্ষিপ্ত কীওয়ার্ড হলো এক থেকে দুই শব্দের হয়। কীওয়ার্ড কী ? এবং লং কীওয়ার্ড হলো তিন বা তার বেশি শব্দের হয়।
কীওয়ার্ড-কি-কীওয়ার্ড-কত-প্রকার-এবং-কীওয়াডের-সংজ্ঞা-কি
কীওয়ার্ড হচ্ছে নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ যা কোনো তথ্য অনুসন্ধান ব্যবহৃত হয়।এটি সার্চ ইঞ্জিন,বিভিন্ন ধরনের ডেটাবেস বা অন্যান্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে কীওয়ার্ড ব্যবহারের মাধ্যমে কোনো বিষয়বস্তুর উপর দ্রুত এবং নির্ভূল তথ্য পাওয়া যায়।

পোস্ট সূচীপত্রঃ কীওয়ার্ড কি  কীওয়ার্ড কত প্রকার এবং কীওয়াডের সংজ্ঞা কি 

কীওয়ার্ডের গুরুত্ব

কীওয়ার্ড কি? কীওয়ার্ড কত প্রকার, এবং কীওয়াডের সংজ্ঞা কি কিওয়ার্ড এসইও ডিজিটাল মার্কেটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ বহন করে। কিওয়ার্ড হলো শব্দ যা ব্যবহার করে মানুষ সার্চ ইঞ্জিন থেকে তথ্য খুঁজে বের করে।কীওয়ার্ডের গুরুত্ব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে। তবে কীওয়ার্ডের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডিজিটাল মার্কেটিংয়ে এর গুরুত্ব অপরিসীম। সঠিক কীওয়ার্ড নির্বাচন ও ব্যবহারে ওয়েবসাইটের ভিউ বৃদ্ধি পাবে, এবং ব্যবহারকারীদের উপযুক্ত তথ্য পেতে সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যায়, কীওয়ার্ড কি, কিভাবে কিবোর্ড খুঁজে পাবেন। কিওয়ার্ডে কি কি টুলস ব্যবহার করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানুন।

কীওয়ার্ড রিসার্চের প্রক্রিয়া

কিওয়ার্ড রিসার্চ হল ওই শব্দ যা বাক্যাংশ গুলি আবিষ্কার করার প্রক্রিয়া যা মানুষজন অনলাইনে তথ্য অনুসন্ধান করতে ব্যবহার করে। যেকোনো বিজনেস করার ক্ষেত্রে পণ্য বা পরিষেবার সাথে কোন বিষয় গুলি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তা বের করার প্রক্রিয়া করা। কীওয়ার্ড রিসার্চ হলো কীওয়ার্ড নির্বাচন করার প্রক্রিয়া। কীওযার্ড রির্সাচের মাধ্যমে জানা যায়। কোন কীওয়ার্ডগুলো বেশি র্সাচ করা হচ্ছে। কোন কীওয়ার্ড কখন কোথায় বেশি প্রয়োজন । আমরা ইতিমধ্যেই কীওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা পেয়েছি।
কীওয়ার্ড-কি-কীওয়ার্ড-কত-প্রকার-এবং-কীওয়াডের-সংজ্ঞা-কি
কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে সার্চ ইঞ্জিন গুলোতে সার্চ হওয়া জনপ্রিয় শব্দ ইত্যাদি খুঁজে বের করা হলো সার্চ ইঞ্জিলের কাজ। ওয়েবসাইটগুলো অপটিমাইজ করা হয়। যার ফলে উক্ত বাক্য প্রশ্ন ব্যবহার করে সার্চ ইঞ্জিনগুলোতে যদি কেউ সার্চ করে তারা আমাদের ওয়েবসাইট দেখতে পাবে। এতে ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি পাবে। ভিউ বেশি হবে এবং পাশাপাশি প্রতিষ্ঠানে বিক্রিও বেড়ে যাবে।

কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব

একটি নতুন ওয়েবসাইট কে অনলাইনে পাবলিশ করার পর তা মানুষের সাথে পরিচিত করে দেওয়ার জন্য কীওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঞ্জিন গুলো স্যার সার্চ ইঞ্জিল গুলো আপনার ব্যবসা বা ওয়েবসাইট বিষয়গুলো কিভাবে সার্চ হচ্ছে তা জানতে হলে কিওয়ার্ড সার্চ রিসার্চ করতে হবে। ওয়েবসাইটে ওয়েবপেজগুলোতে যা সার্চ ইঞ্জিল গুলোতে র্যাঙ্কিং উপরে উঠতে সাহায্য করে। একটি ওয়েবসাইটের জন্য কি ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ না করলে ওয়েবসাইডে ট্রাফিক হবেনা।

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

আমরা জানি কিওয়ার্ড রিসার্চ করা খুব সহজ কাজ, তবে ভালো মানের ভালো ট্রাফিক পেতে হলে ভালো কিওয়ার্ড খুঁজে পেতে একটু কষ্ট করতে হবে। বর্তমানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশ কিছু টুলস ব্যবহার করা হয় এজন্য এই কাজ আরো সহজ হয়ে গিয়েছে। ভালো মানের কীওয়ার্ড খুঁজে পেতে বেশ কিছু কিওয়ার্ডের বিষয়ে জেনে রাখা প্রয়োজন। Seo Difficulty, Keywords Difficulty, Search Volume, CPC
Seo Difficulty: একটি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করার সময় কীওয়ার্ডটি Seo Difficulty কততে আছে তা চেক করে নিতে হবে, কম্পিটিশন কেমন সে সম্পর্ক পরিষ্কার ধারণা জানা দরকার।Seo Difficulty দেখে স্কোর দেখে ১ থেকে ২০ এর মধ্যে কিওয়ার্ড নির্বাচন করতে হবে।

Keywords Difficulty: যে কিওয়ার্ড সার্চ ভলিউম ও কম্পিটিশন বেশি সেটা গ্রহণ করা যাবেনা। Keywords Difficulty হচ্ছে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম ও কম্পিটিশনের উপর নির্ভর করা। সেই বিষয়ে বা সেই রিলেটেড অন্য কিওয়ার্ড নির্বাচন করতে হবে।

Search Volume: Search Volume একটি কিওয়ার্ড মাসের ভিতর কতবার সার্চ দেওয়া হয়,সে বিষয়ে জানা বা পরিষ্কার ধারণা পাওয়াকে সার্চ ভলিউম বলে। কিওয়ার্ড রিসার্চ করার সময় সার্চ ভলিউম কে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এটি কি পরিমাণ সার্চ হয় ,সে বিষয় জানা থাকলে ওয়েবসাইটটি র‌্যাংক করা যাবে কিনা। সেই বিষয় জানা সম্ভব, একে সার্চ ভলিউম বলা হয়।
CPC: CPC এর অর্থ হলো কোস্ট পেয়ার ক্লি, কিআরটি নিয়ে গুগলে এডভার্টাইজমেন্ট দিতে গেলে যে পরিমাণ সার্চ করবে প্রতিটি ক্লিকের জন্য যদি কিওয়ার্ডটির সিপিসি বেশি হয় তাহলে বিজ্ঞাপন খরচ বেড়ে যাবে। কারণ অনেক বেশি পরিমাণ বিজ্ঞাপন কম্পিটিশন রয়েছে।

কিওয়ার্ড কি কিওয়ার্ড কত প্রকার ও কি কি

কি ওয়ার্ড মূলত ছয় প্রকার। নিচে উল্লেখ করা হলোঃ
  • শর্ট-টেইল কীওয়ার্ড
  • লং-টেইল কীওয়ার্ড
  • স্থানীয় কীওয়ার্ড
  • ব্যান্ড কীওয়ার্ড
  • নেতিবাচক কীওয়ার্ড
  • রিলেটেড কীওয়ার্ড

ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস

আমরা কমবেশি সবাই জানি যে গুগলে ফ্রি টুলস রিসার্চ কি, কীওয়ার্ড রিসার্চ এর জন্য অনেক ধরনের ফ্রি এবং পেইড রিসার্চ টুল পাওয়া যায় সেগুলো হলো।
  • গুগল কীওয়ার্ড প্যানার
  • গুগল সার্চ কনসোল
  • গুগল ট্রেন্ড
  • Soovle
কীওয়ার্ড-কি-কীওয়ার্ড-কত-প্রকার-এবং-কীওয়াডের-সংজ্ঞা-কি

পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস

আমাদের সবারই কমবেশি জানা যে পেইড জিনিস গুলো একটু গুরুত্বপূর্ণ হয়, তেমনি রিসার্চ টুলস এর ক্ষেত্রেও বিকল্প নয়, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, তুলোনায় এর চেয়ে পেইড কিওয়ার্ড রিসার্চ টুলস একটু বেশি কার্যকরী। টুলস গুলোতে অপটিমাইজেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প সংখ্যক টাকার বিনিময়ে ব্যবহার করা যায়। এই টুলগুলোতেই অনেক কার্যকারী ফিউচার দেওয়া হয়েছে।
  • Ubersuggest
  • Semrush
  • Ahrefs
  • Moz

লেখকের মন্তব্য কীওয়ার্ড কি  কীওয়ার্ড কত প্রকার এবং কীওয়াডের সংজ্ঞা কি

প্রিয় পাঠকবৃন্দ কি ওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার সেটা আপনারা ইতোমধ্যেই বিস্তারিতভাবে জানতে পেরেছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কিওয়ার্ড রিচার্জ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কিভাবে একটি ওয়েবসাইটকে র‌্যাংক করিয়ে সার্চ ইঞ্জিলের প্রথম পেজে আনা যায়। এর জন্য অনেকগুলো কাজ করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল কিওয়ার্ড রিসার্চ করা। ডিজিটাল মার্কেটিং এর কাজ ধৈর্য সহকারে করলে এর মাধ্যমে প্রচুর টাকা আয় করা সম্ভব। কিন্তু কীওয়ার্ড রিসার্চ ও এসইও এর কাজ করার সময় খেয়াল রাখতে হবে।

আপনি যে কোম্পানির জন্য কাজ করছেন সেখানে হালালভাবে কাজ করা উচিত। এতে আপনার কাজের মান বাড়বে এবং কোম্পানি উন্নত হবে। আপনি যদি এমন আরো শিক্ষামূলক এবং প্রযুক্তি বিষয়ক আর্টিকেল পড়তে চান তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আর্টিকেল প্রকাশ করার জন্য। ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় ধরে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url