কম খরচে কক্সবাজার ট্যুরের প্যাকেজ সম্পর্কে জেনে নিন
প্রিয় পাঠক আমরা অনেকেই ভ্রমণ করতে পছন্দ করি।কিভাবে কক্সবাজার ট্যুরে যাবো, কোন হোটেলে গিয়ে থাকবো। কম খরচে কক্সবাজার ট্যুরের প্যাকেজ সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো । আপনারা হয়তো ভাবেন যে কক্সবাজার ট্যুরে গেলে অনেক খরচ লাগবে।
কিন্তু না অল্প খরচে পুরা কক্সবাজার সমুদ্র সৈকত এর টুর প্যাকেজ সম্পর্কে জানতে আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে বুঝতে পারবেন, কত কম খরচে কক্সবাজার ট্যুর দেওয়া যায়।
পোস্ট সূচীপত্র : কম খরচে কক্সবাজার ট্যুরের প্যাকেজ
ভূমিকা
কক্সবাজার ট্যুরে যাওয়ার স্বপ্ন কমবেশি অনেকেরই আছে কিন্তু অনেকের সামর্থ্যের নেই, সেই কারণে কক্সবাজার ট্যুরে যেতে পারে না। কক্সবাজার ট্যুরে কিভাবে যাবো। কক্সবাজার ট্যুরে গেলে কোথায় থাকবো কোন হোটেলে উঠবো কেমন ভাড়া নিবে। ওখানকার পরিবেশ কেমন হবে।খাবারের মান কেমন হবে কেমন দাম পড়বে। অনেকে আবার কোন হোটেল থেকে রুম বুকিং করবে।অনেকে আবার ভাবেন কোন হোটেল সমুদ্রের কাছে হবে।কিভাবে যোগাযোগ করবেন।
এগুলোর ঝামেলার জন্য অনেকেই কক্সবাজার ট্যুরে যেতে চায় না। অনেকে আবার আর্থিক সমস্যার জন্য এই জন্য সবার সব সমাধান আজকের এই আর্টিকেলটি। যারা এগুলো সমস্যার সম্মুখীন হন।তাদের জন্য আজকের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে খুব কম খরচে কক্সবাজার ট্যুরের প্যাকেজ আপনি পেয়ে যাবেন।এবং কি কি করলে কম খরচে কক্সবাজার ট্যুরে যেতে পারবেন। সম্পূর্ণ বিষয় জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
কক্সবাজার হোটেল বুকিং
বাংলাদেশের বিভিন্ন পর্যটক রয়েছে যারা কক্সবাজার ট্যুরে যেতে চায়। কিন্তু কক্সবাজার গিয়ে কোন হোটেলে থাকবে। ভাড়া কেমন হবে এই বিষয়গুলো যদি আগে থেকে বুকিং বা কনফার্ম করা যেতো তাহলে খুব ভালো হতো ।আপনাদের সুবিধার্থে কক্সবাজার ট্যুরে গিয়ে নিশ্চিত রাত্রি যাপন করার জন্য বেশ কিছু হোটেল বা রিসোর্ট রয়েছে।
এগুলো বাসায় থেকে কক্সবাজার ট্যুরে আসার আগেই খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনারা বুকিং করতে পারবেন। আপনার পছন্দমত রুম নিতে পারবেন। সমুদ্র সৈকতের পাশের হোটেল বুকিং করতে পারবেন খুব সহজে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার হোটেল বুকিং করার নিয়ম সম্পর্কে।
Sea pearl Beach Resort & spa
প্রতি রাতের জন্য রুম ভাড়া ৪৯০০ টাকা থেকে ৫৫,৯৫০ টাকা পর্যন্ত
ঠিকানা : জালিয়াপালং,ইনানী, উখিয়া,কক্সবাজার
মোবাইল নাম্বার: 0184416120, 01844016001
ইমেইল : rsvn1@seaperlcoxsbazar.com
Sayeman Beach Resort
প্রতি রাতের জন্য রুম ভাড়ানয় হাজার ৯৫০০ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত
ঠিকানা: মেরিন ড্রাইভ রোড কলাতলী কক্সবাজার
মোবাইল নাম্বার: 09610777888,01401777888
ইমেইল : reservation@sayemanresort.com
Long Beach Hotel
প্রতি রাতের জন্য রুম ভাড়া ৬০০০ টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত
ঠিকানা: ১৪,কলাতলী হোটেল -মোটেল জোন কক্সবাজার
মোবাইল নাম্বার: 01730338907,01755660051
ইমেইল : sales@longbeachhotelbd,com
Surf Clup Resort
প্রতি রাতে জন্য রুম ভাড়া ২৫০০ টাকা থেকে ৬৫০০ টাকা পর্যন্ত।
ঠিকানা: কলাতলী রোড কক্সবাজার
মোবাইল নাম্বার : 01777786232,01777786274
ইমেইল: surfclubbd@gmil,com
Hotel Rega Palace
প্রতি রাতের জন্য মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত
ঠিকানা: প্লট #৪৮ ব্লক# বি,কলাতলী রোড কক্সবাজার
মোবাইল নাম্বার: 01872366366
ইমেইল: regalpalacebd@gmail.com
The Cox Beach Resort
প্রতি রাতের জন্য মাত্র ২০০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত
ঠিকানা: কলাতলী রোড লং বিচ হোটেলের বিপরীত দিকে
মোবাইল নাম্বার: 01840477978,01996-260298
Hill Tower Hotel and Resort
প্রতি রাতের জন্য মাত্র ১৪০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত
ঠিকানা: ব্লক# বি, প্লট # ৬০সি প্যালেসের বিপরীত দিকে কলাতলী কক্সবাজার
মোবাইল নাম্বার : 01322889895
ইমেইল: hotelhilltower8@gmail.com
কক্সবাজার হোটেলের লিস্ট
আপনারা হয়তো কক্সবাজার যাওয়ার জন্য বিভিন্ন ধরনের হোটেল খুজতেছেন।কোন হোটেলটি ভালো হবে। সমুদ্রের কাছাকাছি হবে, মনোরম পরিবেশ হবে ,খাওয়া-দাওয়া সুব্যবস্থা থাকবে।কক্সবাজারে সমুদ্র সৈকতের খুব কাছেই বেশ কয়েকটি হোটেল রয়েছে। এর মধ্যে আপনার সুবিধা মতো নিজে পছন্দ করে যেকোনো একটি হোটেল নিতে পারেন।
আপনার সাধ্যের মধ্যে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে। যার সুযোগ সুবিধা অনেক বেশি। কম খরচেই আপনি কক্সবাজার ট্যুরে যেতে পারবেন এসব হোটেলে। তাহলে চলুন জেনে নেওয়া যাক হোটেলের লিস্ট নিচে দেওয়া হলো।
- Albatross Resort
- Hotel Marine Plaza
- Hotel Water Orchid
- Motel Laboni
- Motel Probal
- Hotel Elaf Internationai
- White Orchid Hotel
- Hotel Sea Cox
- Saint Martin Resort
- Allegro Suites
- Iqra Beach Hotel
- Hotel Cox Hillton
- Resort Beach View
- Hotel Beach Way
- Hotel Coastal Peace
- Nilima Beach Resort
- Ocean Palace Hotel
কক্সবাজার কিভাবে যাওয়া যায়
কক্সবাজার যাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে।এতে আপনার বাসা কোথায় তার ওপর নির্ভর করবে যে আপনি কি ভাবে কক্সবাজার যাবেন। খুব কম সময়েও কক্সবাজার যাওয়া যায় আপনি চাইলে প্লেনে চড়ে ও কক্সবাজার যেতে পারবেন।বর্তমান সময়ে যানবহন বৃদ্ধির হওয়ার কারণে বিভিন্ন উপায়ে আপনি কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।ঢাকা থেকে কক্সবাজার যেতে চাইলে বিভিন্ন ধরনের বাস রয়েছে ঢাকা-টুর কক্সবাজার এই বাসগুলোতে আপনি কক্সবাজার যেতে পারেন।
আবার প্লেনেও যেতে পারবেন।আপনি যদি রাজশাহী থেকে কক্সবাজার যেতে চান তাহলে আপনি ট্রেনেও যেতে পারবেন। অথবা রাজশাহী টু কক্সবাজার বাসেও যেতে পারবেন। আর অল্প সময়ে কক্সবাজার যেতে চাইলে আপনি প্লেনে যেতে পারেন। বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনি খুব সহজেই বাসের মাধ্যমে বা অন্যান্য যানবাহনের মাধ্যমে আপনি খুব সহজেই কক্সবাজার ট্যুরে যেতে পারবেন।
বিভিন্ন সময়ে কক্সবাজার ট্যুরের জন্য বিভিন্ন ধরনের বাসে ডিসকাউন্ট দিয়ে থাকে আপনি চাইলে ইনফরমেশন নিয়েও কক্সবাজার ট্যুর প্যাকেজ এর মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারবেন।অনেকে আবার কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য চিন্তায় পড়ে যান। কার মাধ্যমে যাবেন, কোন যানবাহনে গেলে সুবিধা হবে।এখন কক্সবাজার ট্যুরে যাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে। আপনার বাসার আশেপাশে কোন বাস কাউন্টার অথবা কোন রেলস্টেশনে গিয়ে খোঁজ নিতে পারেন।
তাহলে আপনি খুব সহজেই কক্সবাজার দূরে যেতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই।ট্রেন জার্নির মাধ্যমে কক্সবাজার গেলে অল্প খরচে কক্সবাজার টুর হয়ে যাবে।কেউ কেউ আবার নিজস্ব কার নিয়ে ও কক্সবাজার ট্যুরে যান।বিভিন্ন উপায় অবলম্বন করেও আপনারা কক্সবাজারে যেতে পারবেন খুব সহজে।
কক্সবাজারের কাছাকাছি সমুদ্র সৈকত
অনেকেই রয়েছেন খুব সৌখিন মানুষ। যারা কক্সবাজার গিয়ে সমুদ্রের খুব কাছাকাছি কোন হোটেল বা রিসোর্টে থাকতে চান।যেন রুম থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ দেখা যায়। কিংবা বেলকনি খুললেই সমুদ্রের মনোরম পরিবেশ যেন দেখা যায়। এই জন্য প্রায় কমবেশি সবাই কক্সবাজার ট্যুরে গেলে সমুদ্রের কাছাকাছি হোটেল বা রিসোর্টে উঠতে চাই। আপনাদের সুবিধার্থে কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছের কয়েকটি হোটেল বা রিসোর্ট এর নাম নিচে দেয়া হলো।
- হোটেল বিচ পার্ক
- রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
- মারমেইড বিচ রিসোর্ট
- হোটেল সি ক্রাউন
- হোটেল বিচ ভিউ
- জলতরঙ্গ হোটেল
- বেস্ট ওয়ের্স্টান হেরিটেজ
- প্রাসাদ প্যারাডাইস
- নীলিমা বিচ রিসোর্ট
- সায়মান বিচ রিসোর্ট
কক্সবাজার ট্যুরের মোবাইল নাম্বার ও ভাড়ার তালিকা
হোটেলের নাম | একদিনের ভাড়া | মোবাইল নাম্বার |
---|---|---|
Mermaid Beach Resort | ৩ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত | 01841-416469 |
Exotica Sampan Hotel & Resort | ৪ হাজার থেকে শুরু করে ১০ হাজার পর্যন্ত | 01876-000011 |
Neeshorgo Hotel & Resort Ltd. | 2 হাজার থেকে শুরু করে 20 হাজার পর্যন্ত | 01771-566673 |
Hotel Kollol | ৫ হাজার থেকে শুরু করে ১০ হাজার পর্যন্ত | 01886-777711 |
Hotel Samudra Bilash | ৩ হাজার থেকে শুরু করে ৫ হাজার পর্যন্ত | 01712-577676 |
Hotel Vista Bay | ১ হাজার থেকে শুরু করে ৭ হাজার পর্যন্ত | 01678-090990 |
Hotel Coral Reef | ২ হাজার থেকে শুরু করে ১২ হাজার পর্যন্ত | 01818-080651 |
Hotel Suite Sadaf | ২ হাজার থেকে শুরু করে ৫ হাজার পর্যন্ত | 01844-010221 |
Bashati Bay Resort | ৩ হাজার থেকে শুরু করে ৬ হাজার পর্যন্ত | 01988-330000 |
Prime Park Hotel | ৩ হাজার থেকে শুরু করে ১১ হাজার পর্যন্ত | 01775-609915 |
লেখক এর শেষ কথা
কম খরচে কক্সবাজার ট্যুরে প্যাকেজ সম্পর্কে কমবেশি আমাদের সবারই জানা। আমরা সাধারণত কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি। এই জন্য আগে থেকেই আমরা হোটেলের রুম বুকিং করি। বেশিরভাগই মানুষ চায় কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি যে হোটেল গুলো রয়েছে সেগুলোতে থাকতে। এইজন্য আগে থেকে বুকিং করতে হয়। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কোথায় গিয়ে কিভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল বুকিং করতে হয়, কিভাবে যোগাযোগ করবেন।
কোন হোটেলের কেমন ভাড়া, প্রতি রাতে কেমন ভাড়া লাগবে। বিস্তারিত আপনারা জেনে গিয়েছেন, কিভাবে কক্সবাজারে যাবেন। আশা করি আর্টিকেলটি আপনাদের খুব উপকারে আসবে, বিস্তারিত জানতে হলে আর্টিকেলটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে অবশ্যই আপনি আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য। এই নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই বাসায় বসে থেকে কক্সবাজার হোটেল বুকিং করতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url