সজনে ডাটা খাওয়ার ১০টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নিন
সজনে ডাটা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনি কি জানেন? সজনে ডাটা খেলে শরীরের কি কি উপকার হয় জানলে কোন অবাক হবেন। সজনে ডাটার বহু গুণ উপকারিতা আমাদের অনেকেরই অজানা রয়েছে।
আজকে আমরা আমাদের এই আর্টিকেলে সজনে ডাটা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বিষয়ে জানতে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
পেজ সূচিপত্র সজনে ডাটা খাওয়ার ১০টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নিন
সজনে ডাটা খাওয়ার ১০টি উপকারিতা ও অপকারিতা কি
বর্তমান বাজারে সজনে ডাটার চাহিদা ব্যয়বহুল হয়ে উঠেছে। সজনে ডাটা গ্রীষ্মকালীন একটি সবজি। যদি ও এখন বারোমাসি বাজারে এই সবজি পাওয়া যায়। বিভিন্ন উপায়ে তরকারি রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি এর পুষ্টি গুনাগুন এ ভরপুর। অনেকে সজনে ডাটা মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পছন্দ করেন।
আবার অনেকেই ডাল দিয়ে অথবা বেগুন দিয়ে রান্না করে খাওয়া যায়, খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। আমরা অনেকেই জানিনা সজনে ডাটা খেলে কি কি পুষ্টিগুণ পাওয়া যায়।সজনেকে ডাটা কে খনিজ পদার্থের শক্তিঘর বলা হয়।
- সজনে ডাটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
- সজনে ডাটাতে উপকারিতার শেষ নেই বললেই চলে, সব রকম ভিটামিন খনিজ পদার্থ ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, এর উৎসাহ হলো সজনে ডাটা।
- সজনে ডাটা খাওয়ার আরো উপকারিতা ও অপকারী দিক সম্পর্কে জানতে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন তাহলে বিস্তারিত জানতে পারবেন।
- সজনে ডাটায় থাকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যার এলার্জি প্রতিরোধ করতে সাহায্য করে।
- অনেকের আবার এলার্জির কারণে শ্বাসকষ্ট হয় তা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে সজনে ডাটা।
- অনেকের আবার গুটি বসন্ত বা জলবসন্ত রোগের প্রকার থেকে রক্ষা পেতে সজনে ডাটা খেতে পারেন।
- লিভার ও কিডনি সুরক্ষিত রাখতে খুব কার্যকরি সজনে ডাটা।
- শরীরে বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে ডাটা।
- সজনে ডাটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- হাড় শক্ত ও মজবুত করতে সাহায্য করে।
- পেটের সমস্যা সমাধান করে।
- পানি শূন্যতা দূর করে।
সজনে ডাটার বংশবিস্তার সম্পর্কে
আপনারা কি জানেন সজনে ডাটার বংশবিস্তার কিভাবে হয় জানেন কি? বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এই সজনে ডাঁটা। সজনে ডাটা এর ইংরেজি নাম হলো ড্রামস্টিক (Drumstick) এবং বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলেইফেরা ( Moringa Oleifera) এবং এটি মরিঙ্গা গনের একটি বৃক্ষ জাতীয় গাছ। গ্রীষ্মকালের শুরুতেই সজনে ডাটা সচরাচর বাজারে ওঠে। সজনে ডাটার উৎপওিস্থল হলো ভারত উপমহাদেশ। তবে যে দেশগুলোতে শীত প্রধান দেশ হিসেবে পরিচিত।
সে দেশগুলো ছাড়া পৃথিবীর প্রায় কম বেশি সব দেশেই এই সজনে গাছ জন্মে থাকে। আমাদের দেশে সাধারণত এপ্রিল মাসে থেকে শেষ পর্যন্ত সজনে ডাল রোপনের মাধ্যমে অথবা সজনে ডাটা থেকে বীজ সংরক্ষণ করে রোপন করার মাধ্যমে বংশবিস্তার ঘটানো হয়। তবে বেশিরভাগ মানুষই সজনের ডাল থেকে নতুন চারা তৈরি করে।
এই গাছের উচ্চতা ২২ ফুট থেকে ৩৪ ফুট পর্যন্ত হয়ে থাকে এর কমও বেশি হতে পারে। তবে সজনে গাছের কাঠ অত্যন্ত নরম এবং হালকা ও বাকলা যুক্ত থাকে।সজনের ডাটার এত সব উপকারিতার কথা ভেবে গবেষকরা সজিনা গাছকে মিরাক্কেল ট্রী বলেও অভিহিত করে থাকেন।
সজনে ডাটার পুষ্টিগুনাগুন সম্পর্কে জানুন
আমরা তো সজনে ডাটা নিয়মিত খেয়ে থাকি কিন্তু প্রতি ১০০ গ্রাম সজনে ডাটাতে কি পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তা সম্পর্কে আমরা অনেকেই জানিনা বললেই চলে। তাহলে চলুন এতক্ষণ তো সজনে ডাটার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনেছেন। এখন সজনে ডাটার পুষ্টিগুণাগুন সম্পর্কে জেনে আসি।
ক্যালোরি- ৩৮ কিলো ক্যালরি
সোডিয়াম -৪২ মি.গ্রো
স্নেহ পদার্থ -০. ২০ গ্রাম
শক্তির পরিমাণ -৬৫ কিলো ক্যালরি
কার্বোহাইড -৮.৩৪
থায়ামিন- ০.২৫৮
রিবোফ্লাভিন- ০.৬৬১,
ভিটামিন সি- ৫১.৯ মি.গ্রা
পানি- ৮৫.৪গ্রাম
আমিষ- ২.৯ গ্রাম
চর্বি -০.২ গ্রাম
শর্করা- ৮.৫৪ গ্রাম
জিংক- ০.৪৩ গ্রাম
ভিটামিন এ -2৫ মি.গ্রা
ভিটামিন বি- ১ ০.০৩ মি.গ্রা
ভিটামিন বি- ২ ০.০২ মি.গ্রা
সজনে ডাটা খেলে কি হয়
সজনে ডাটা খেলে আমাদের শরীরে কি উপকার হয় জানেন কি? অনেকেই জানতে চান সজনে ডাটা আমাদের শরীরের জন্য কি উপকার করে তাহলে চলুন জেনে নিন। সজনে ডাটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্য সুরক্ষায় বেশ প্রয়োজনীয় একটি সবজি। তবে সজনে ডাটার নানাবিধ স্বাস্থ্য অপকারিতা ও রয়েছে। তাহলে চলুন আজকে জেনে আসি সজনে ডাটা খেলে কি কি উপকার পাওয়া যায়। এবং অতুলনীয় পুষ্টিগুণে ভরা সজনে ডাটার উপকারিতা গুলো কি।
- আগেই বলেছি সজনে ডাটা গ্রীষ্মকালীন একটি সবজি এইজন্য এর উপকারিতার শেষ নেই। গ্রীষ্মকালে প্রচন্ড গরম আমার হঠাৎ ঠান্ডা লাগে এজন্য মানুষের এই সময় ঠান্ডা জ্বর কাশি লেগে থাকে। অনেকে আবার কাজ থেকে ফিরে সাথে সাথে গোসল করে এই জন্য অনেকের জ্বর আসে। আপনারা যদি এই মৌসুমে প্রত্যেকদিন খাবার তালিকায় সজনে ডাটা রাখতে পারেন। তাহলে আপনাদের ঠান্ডা জ্বরের সমস্যা দূর হয়ে যাবে।
- সজনে ডাটাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এলার্জি প্রতিরোধ করে। ফলে স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট দূর হয়।
- অনেক সময় দেখা যায় বাড়ির বয়স্ক ব্যক্তিদের হাড়ে নানা রকম সমস্যা দেখা দেয়। তারা যদি নিয়মিত খাবার তালিকায় সজনে ডাটা রাখে তাহলে তাদের হাড়ের শক্তি বৃদ্ধি হবে। আমরা জানি হাড় শক্তিশালী করা শরীরের জন্য কতটা প্রয়োজন।এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড়ের সমস্যা দূর করতে পারে। উচ্চমাত্রায় ক্যালসিয়াম আয়রন ও অন্যান্য ভিটামিন এর উপাদান যা হাড়ের ক্ষয় রোধ করে হাড়কে শক্ত ও মজবুত করতে সাহায্য করে।
- যাদের গ্যাস্টিকের সমস্যা রয়েছে বা হজম শক্তি কম তারা খাদ্য তালিকায় সজনে ডাঁটা রাখতে পারেন। কারণ সজনে ডাটা হজম প্রক্রিয়ায় বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তার কারণ ফজলে আর সজনে ডাটাতে রয়েছে বি কমপ্লেক্স ভিটামিন যেমন ফলিক এসিড, নায়াসিন, রিবোফ্লাভিন এবং যা হজম করতে সাহায্য করে। সজনে ডাটাতেথাকা ভিটামিন গুলো কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট হজম করতে সাহায্য করে। এইজন্য আপনি চাইলে আপনার পেটের সমস্যা দূর করতে প্রতিদিন সজনে ডাটা খেতে পারেন।
- যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে এটি নিরাময় করতে সজনে ডাটা খুব কার্যকরী ভূমিকা পালন করে। অনেকের গলা ব্যথা কাশি কফের সমস্যা এলার্জি সমস্যা অ্যাজমা টিবি রোগের উপশম করতে সজনে ডাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- আপনারা হয়তো শুনে থাকবেন যে অনেকেই বলে ওর রক্তের সমস্যা রয়েছে, বা রক্ত খারাপ হয়ে গিয়েছে। সজনে ডাটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। কারণ হলো সজনে ডাটা রয়েছে এন্টিবায়োটিক এর বৈশিষ্ট্য। নিয়মিত নিয়মিত সজনে ডাটা খেলে আপনার মুখের ব্রণ ত্বকের অন্যান্য সমস্যা দূর হয়। তাছাড়াও রক্ত চলাচল অনেকটা বৃদ্ধি পায়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আপনি নিয়মিত সজনে ডাটা খান।
- এই গরমে গুটি বসন্ত বা জলবসন্ত এই রোগের প্রকোপটা একটু বেশি ছড়িয়ে পড়ে। নিজেকে রক্ষা করতে বা পরিবারকে রক্ষা করতে আপনারা চাইলে সজনীর এটা খেতে পারেন। বসন্ত প্রতিরোধ করতে সজনে ডাটার তরকারি রান্না করে খেলে বসন্ত বা গুটি বসন্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
- অনেককে সময় ধরে অনেকেই দাঁতের মাড়ি সমস্যা ভুগে থাকেন। হঠাৎ করে দাঁতের মাড়ি ব্যথা মাড়ি ফুলে যায় রক্ত পড়ে এ ধরনের সমস্যায় অনেকেই ভুগেন। এ ধরনের সমস্যা থেকে চির মুক্তি পেতে আপনি চাইলে নিয়মিত সজনে ডাটা খেতে পারেন। এতে আপনার দাঁতের মাড়ি সকল সমস্যার দূর হয়ে যাবে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সজনে ডাটা খুব কার্যকরী ভূমিকা পালন করে।সজনে ডাটাতে রয়েছে প্রচুর পরিমাণ গ্লুকোজ ও জল থাকায় শরীরের শর্করার মাত্রা স্বাভাবিক রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মানব শরীরের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিসের সঙ্গে লড়তে পারে একমাত্র সজনে ডাঁটা। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সজনে ডাটা খুব উপকারী একটি সবজি।
- যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য সুখবর সজনে ডাটা শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আসে। এইজন্য উচ্চ রক্তচাপ এর রোগীদের জন্য ভীষণ উপকারী সজনে ডাটা। আপনারা প্রত্যেকদিন খাবার তালিকায় সজনে ডাটা রাখতে পারেন।
- আপনারা জানলে অবাক হবেন সজনে ডাটা ইনফেকশন কমাতে সাহায্য করে। কারণ সজনে যাতে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল এর বৈশিষ্ট্য যার শরীরে বিভিন্ন অংশে ইনফেকশন হলে তা নিরাময় করতে সাহায্য করে। শরীরে রেস ফাঙ্গাস বের হয়। আপনি যদি সজনে ডাটা খান তাহলে ধীরে ধীরে ইনফেকশন কমতে সাহায্য করবে।
- আপনার যদি অরুচি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সজনে ডাটা খেতে পারেন এতে আপনার মুখের স্বাদ ফিরে আসবে। তাছাড়াও অনেক উপকারী রয়েছে সুজনে ডাটাই আপনার দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কিডনি ও লিভারের সুরক্ষা দেয় শরীরের বাড়তি ওজন কমে আসে। শরীরের বাত ব্যথা দূর করতে খুব কার্যকরী সজনে ডাটা।
গর্ভাবস্থায় সজনে ডাটার উপকারিতা
আমরা অনেকেই জানিনা গর্ভাবস্থায় সজনে ডাটা খাওয়ার উপকারিতা সম্পর্কে একজন গর্ভবতী মায়ের সজনে ডাটা খেলে যাও উপকার পাওয়া যায় তা শুনলে আপনি অবাক হবেন।তাহলে চলুন জেনে আসি গর্ভাবস্থায় সজনে ডাটা খাওয়ার উপকারিতা সম্পর্কে।
- সজনে ডাটায় রয়েছে ফোলেট যা নবজাতক শিশুর নিউরিয়াল টিউব গঠন করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ফোলেট যা শিশুর ব্রেনের বিকাশ ঘটাতে সাহায্য করে।মেরুদন্ডের হাড় গঠন করতে সাহায্য করে। আর ফোলেট এর অভাব
- নবজাতক শিশুর কানে ও নাকে সমস্যা দেখা দিতে পারে। তবে আপনি যদি সজনে ডাটার পাশাপাশি সজনে পাতা খেতে পারেন গর্ভাবস্থায় তাহলে আপনার নবজাতক শিশু স্বাস্থ্য সম্মত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
- গর্ভকালীন সময়ে নিয়মিত যদি আপনি সজনে ডাটা খেতে পারেন।গর্ভকালীন সময় যেকোনো ধরনের অসুস্থতার লক্ষণগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে। গর্ভাবস্থায় একজন মায়ের বিভিন্ন ধরনের সিনটম দেখা দেয়, মাথা ঘোরা বমি বমি ভাব এজন্য সজনে ডাটা নিয়মিত খেলে এসব লক্ষণগুলো অনেকটা দূর হবে এবং মুখের রুচি আসবে।
- গর্ভাবস্থায় আপনি যদি নিয়মিত সজনে ডাটা খান তাহলে আপনার শরীরে রক্তের শর্করা মাত্রা কে নিয়ন্ত্রণে রাখবে এবং অনেকের গর্ভকালীন সময়ে ডায়াবেটিসের মতো সমস্যা প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে।
- গর্ভকালীন সময়ে আরো একটি সমস্যা খুব দেখা দেয় তা হলো কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আপনারও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় সজনে ডাটা রাখুন। সজনে ডাটাতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার যা আপনার মলকে নরম করে তুলতে সাহায্য করে, এতে করে আপনি খুব সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন।
- সজনে ডাটাই বিশেষ কিছু ঔষধি গুনাগুন থাকার কারণে গর্ভকালীন সময়ে এটি আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা পেট ব্যথা পেট ফাঁপা সকল সমস্যা সমাধান করে।
- সজনে ডাটা আপনার জরায়ুর সংকোচন গুলির উন্নতি ঘটায় যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সন্তান প্রসব করতে সহায়তা করে। পরবর্তীতে সকল জটিলতা গুলোকে কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে।
- গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভকালীন মায়েরই ক্যালসিয়ামের সমস্যা দেখা দেয় আপনি যদি গর্ভকালীন সময় নিয়মিত খাদ্য তালিকা সজনে ডাটা রাখেন তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।
- সজনে ডাটা খাওয়ার ফলে নবজাতক শিশুর আর শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
প্রিয় পাঠক বিন্দু, গর্ভাবস্থায় সজনে ডাটার পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে নিয়ম মেনে পরিমাণ মতো সজনে ডাটা খান, তাহলে আপনার কোন অসুবিধা হবে না।
সজনে ডাটার অপকারিতা
সজনে ডাটার উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা ও রয়েছে। আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসে ভালো-মন্দ দিক থাকে। অতিরিক্ত কোন কিছুই ভালো নয় সজনে ডাটার ক্ষেত্রেও বিষয়টা একই। তাহলে চলুন এক্ষুনি জেনে নিই। খুব সুস্বাদু পুষ্টিগুণা গুণ সম্পূর্ণ সজনে ডাটার হাতে গোনা কয়েকটি অপকারী দিক গুলো।গর্ভাবস্থায় সজনে ডাটা আমরা সবাই খেতে বলে কারণ রয়েছে ইউরিনের উপাদান,
যা গর্ভাবস্থায় একজন মায়ের সব ধরনের জটিলতা কমাতে সাহায্য করে। এর মধ্যে আরও রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার মিনারেল এসব উপকারী উপাদান রয়েছে। এছাড়া মায়ের দুধ অর্থাৎ বেস্ট মিল্ক এর উপাদান বাড়াতেও সাহায্য করে তবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে অনেক সময় জরায়ু সংকোচন করতে পারে। যাতে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়, এজন্য অতিরিক্ত সজনে ডাটা খাওয়া একেবারে উচিৎ নয়।
বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই সজনে ডাটা পরিমাণ মতো খেতে হবে। অথবা ভালো কোন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে খেতে পারেন। কারণ সবকিছু পরিমাণ মতো খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অতিরিক্ত সজনে ডাটা খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বদ হজম পেট ফাঁপা পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সম্মানিত পাঠক, আশা করছি আপনারা বুঝে শুনে পরিমাণ মতো সজনে ডাটা খাবেন এতে স্বাস্থ্যের উপকার হবে। শরীরের জন্য কোন কিছুই অতিরিক্ত ভালো নয়।
পরিশেষে লেখকের মন্তব্য সজনে ডাটা খাওয়ার উপকারিতা সম্পর্কে
সজনে ডাটার উপকারিতা ও অপকারিতা কি? আপনারা এতক্ষণ নিশ্চয়ই জেনেছেন। আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে পড়লেই বুঝতে পারবেন। সজনে ডাটার গুণাবলী বলে শেষ করা যাবে না উপরে উল্লেখিত গুণাবলী ছাড়াও আরো বিশেষ গুণাবলী রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যাদের বাত ব্যথা রয়েছে তারা সজনে ডাটা খেতে পারেন এতে আপনার বাত ব্যথা দূর হবে। এইজন্য গবেষণা করে গবেষকরা সজিনা গাছকে মিরাক্কেল ট্রি বলে আখ্যায়িত করেছেন।
প্রিয় পাঠক বিন্দু সজনে এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকা নিয়মিত সজনে ডাটা রাখুন। এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি সবজি। এমন তথ্যমূলক নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। নিজে ভাল থাকুন পরিবারকে ভালো রাখুন। আপনার মহামূল্যবান সময় নষ্ট করে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
জুথি আর্টস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url